জেলের জালে ২৫ কেজির কোরাল

2 months ago 73

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। পরে মাছটি ২৬ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

রোববার (২৫ মে) বিকেলে উপজেলার চর বগুলা ঘাটে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, আশ্রাফ মাঝি প্রতিদিনের মতো ওই দিন সকালে মেঘনা নদীতে মাছ ধরতে গেলে তার জালে বিশাল এই মাছটি ধরা পড়ে। পরে চর বগুলা ঘাটের মনির মেম্বারের গদিতে মাছটি নিলামে তোলা হয়। তখন এক ব্যবসায়ী ১ হাজার ৬০ টাকা টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।

আশ্রাফ মাঝি জানান, প্রতিদিনের মতোই নদীতে জাল ফেলি। সকালে জাল তুলতেই বিশাল একটি কোরাল মাছ দেখতে পাই। পরে দড়ি দিয়ে বেঁধে মাছটি ট্রলারে করে তীরে নিয়ে আসি। 

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ বলেন, নদী ও সাগরে নানা প্রজাতির মাছ পাওয়া যায়। তবে সবসময় এত বড় মাছ ধরা পড়ে না। সরকারের সফল মাছ ধরার কার্যক্রম বাস্তবায়নের কারণেই এখন জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়ছে।

Read Entire Article