জোট থেকে কংগ্রেসের বহিষ্কার চাইবে কেজরিওয়ালের দল

14 hours ago 4

ইন্ডিয়া জোটে ফের উত্তেজনা। কারণ জোট থেকে কংগ্রেসকেই বের করে দিতে চাইছে আম আদমি পার্টি (আপ)। এ বিষয়ে এরই মধ্যে জোট শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে দলটি।

দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি সাফ জানিয়েছে, তারা কংগ্রেসের সঙ্গে কোনো জোটে যাবে না। সম্প্রতি কংগ্রেস আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ভুয়া সরকারি স্কিম দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলে।

জানা গেছে, অজয় মাকেনসহ একাধিক কংগ্রেস নেতার মন্তব্য নিয়ে ক্ষুব্ধ আম আদমি পার্টি। তাই কংগ্রেস যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে জোট থেকে কংগ্রেসের বহিষ্কার চাইবে আপ।

আপ নেতাদের দাবি, ইন্ডিয়া জোট থেকে বের করে দেওয়া হোক কংগ্রেসকে। এই নিয়ে ইন্ডিয়া জোটের বাকি নেতাদের সঙ্গেও যোগাযোগ শুরু করেছে আপ।

মূলত ইন্ডিয়া জোটের মধ্যে চিড় ধরেছে অনেকদিন আগেই। বিভিন্ন সময়ে জোট শরিকরা ক্ষোভ প্রকাশ করেছে। অধিকাংশ সময়ই তা কংগ্রেসের বিরুদ্ধে।

সম্প্রতি তৃণমূল কংগ্রেসও সুর চড়িয়েছিল। তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে মমতা ব্যানার্জীকে ইন্ডিয়া জোটের মুখপাত্র করা উচিত। আরজেডি নেতা লালু প্রসাদ যাদবও সমর্থন করেছিলেন এই প্রস্তাবে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

Read Entire Article