জোড়াতালি দিয়ে দোকানরঘর-হরিণা সড়ক সংস্কার

3 months ago 20

চাঁদপুর সদর উপজেলার নানুপুর চৌরাস্তা থেকে হরিণা ফেরিঘাট এলাকার চৌরাস্তা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের অবস্থা বেহাল। চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়কটি। বর্তমানে সড়কের সংস্কার কাজ চললেও মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, দোকানঘর থেকে হরিণা ফেরিঘাট চৌরাস্তা পর্যন্ত হাইমচর উপজেলার বাসিন্দাদের জেলা সদরে আসার গুরুত্বপূর্ণ সড়ক এটি। অন্য সড়ক দিয়ে আসার ব্যবস্থা থাকলেও সময় ও অর্থ কম ব্যয় হয় এই সড়কে। গত এপ্রিলে সড়কের দোকানঘর থেকে বহরিয়া বাজার পর্যন্ত দুই কিলোমিটার সংস্কার কাজ শুরু হয়। এরইমধ্যে এক কিলোমিটার কাজের কোনোরকম কার্পেটিং হয়েছে। কিন্তু সড়কটির উঁচু-নিচু (ওয়েব) অবস্থার কোনো উন্নতি হয়নি।

জোড়াতালি দিয়ে দোকানরঘর-হরিণা সড়ক সংস্কার

সংস্কার কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে বহরিয়া এলাকার বাসিন্দা জাকির হোসেন ও মো. হাসান বলেন, ‘সড়কের গর্তগুলো আগের মতই রয়েছে। ভারী যানবাহন চলাচল করে সড়কটি উঁচু-নিচু হয়ে আছে। যানবাহন খুবই ধীরগতিতে চলে। রাতের বেলায় আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে সড়কটি।’

এ বিষয়ে সড়ক বিভাগ চাঁদপুরের (সড়ক শাখা-২) এর উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, আপাতত আমরা সড়কটির সংস্কার কাজ করছি। দোকানঘর থেকে বহরিয়া বাজার পর্যন্ত দুই কিলোমিটার সড়ক সংস্কার কাজ করা হচ্ছে। এজন্য ৪৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে। বরাদ্দ অনুসারে কাজ হচ্ছে।

জোড়াতালি দিয়ে দোকানরঘর-হরিণা সড়ক সংস্কার

জোড়াতালি দিয়ে এবং উঁচু-নিচু ঠিক না করে সংস্কার করা প্রসঙ্গে তিনি বলেন, নানুপুর থেকে হরিণা পর্যন্ত ১০ কিলোমিটারের বেশি সড়ক নির্মাণের জন্য ১৮ কোটি টাকার প্রকল্প দেওয়া আছে। অনুমোদন হলে পুরো সড়কটি নির্মাণ করা হবে।

শরীফুল ইসলাম/এসআর/এএসএম

Read Entire Article