জড়িত রিকশাচালককে আইনের আওতায় আনতে জাবিতে মশাল মিছিল

20 hours ago 5

ক্যাম্পাসে অভ্যন্তরে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফসানা রাঁচি নিহতের ঘটনায় এক দফা দাবিতে মশাল মিছিল করেছেন তার ব্যাচের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশানিক ভবন, বটতলা এবং বঙ্গবন্ধু হল সংলগ্ন সড়ক ঘুরে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

শিক্ষার্থীদের দাবি, শুক্র-শনিবারের মধ্যে হত্যাকারী রিকশাচালকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় রোববার (২৪ নভেম্বর) থেকে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসাঈন বলেন, ‌‘আমরা এর আগে ১১টি দাবি উত্থাপন করেছি। যেগুলোর মধ্যে কিছু দাবি বাস্তবায়ন হতে সময় লাগবে। তবে আমরা চাই কিছু সময় লাগলেও সেগুলো বাস্তবায়ন হোক।’

তিনি বলেন, রিকশাচালককে শুক্র-শনিবারের মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। যদি প্রশাসন এসময়ের মধ্যে এটি না করতে পারে, তাহলে আমরা রোববার থেকে কঠোর কর্মসূচিতে যাবো।

আরেক শিক্ষার্থী জান্নাতুন নিসা মীম বলেন, রাঁচি হত্যাকারীকে শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষায় ফিরবো না। ক্লাস নয়, আমরা সব প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ করে দেবো।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে রিকশার ধাক্কায় গুরুতর আহত হন মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের ছাত্রী আফসানা করিম রাচি। তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈকত ইসলাম/এসআর

 

Read Entire Article