জয়পুরহাটে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১০ ডিগ্রি

2 months ago 42

জয়পুরহাটে জেঁকে বসেছে শীত। প্রতিদিন কমছে দিন ও রাতের তাপমাত্রা। দু-দিন ধরে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। সকাল থেকে আধাবেলা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক।

রোববার (৮ ডিসেম্বর) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে নওগাঁর আবহাওয়া অফিস।

এদিকে, দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে।

জয়পুরহাটে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১০ ডিগ্রি

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকার নাহিদ আকতার জাগো নিউজকে বলেন, সকালে অটোরিকশা নিয়ে এসেছি। কুয়াশার জন্য ঠিকমতো দেখা যাচ্ছে না। হিম শীতল বাতাসের কারণে খুব ঠান্ডা লাগছে।

নওগাঁর বদলগাছী উপজেলার আবহাওয়া অফিসের কর্মকর্তা হামিদুল হক জাগো নিউজকে বলেন, রোববার সকালের সর্বনিম্ন তাপমাত্রা জয়পুরহাটে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

আল মামুন/এএইচ/জিকেএস

Read Entire Article