রাজধানীর কামরাঙ্গীরচর থানার আলীনগর এলাকায় একটি টিনসেড বাসায় রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে রিপন (৩৫) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা বাড়ির মালিক সাদ্দাম হোসেন জানান, রং করার সময় ইলেকট্রিক লাইনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মোবাইলের ট্রু কলার থেকে তার নাম রিপন লেখা দেখতে পাই। এতে ধারণা করা হচ্ছে তার নাম রিপন। এর বেশি কিছু বলতে পারবো না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাজী আল আমীন/এমএইচআর/এমএস