জয়পুরহাটে দিনভর সূর্যের দেখা নেই

2 weeks ago 9

জয়পুরহাটে জেঁকে বসেছে শীত। প্রতিদিন কমছে দিন-রাতের তাপমাত্রা। তিনদিন ধরে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ।

সোমবার (৯ ডিসেম্বর) দিনভর জেলায় সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক।

সকালে সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে নওগাঁর আবহাওয়া অফিস। এর আগে রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত তিন ধরে দিনের তাপমাত্রাও কমছে। দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে।

জয়পুরহাটে দিনভর সূর্যের দেখা নেই

জয়পুরহাটের কালাই উপজেলার কৃষক আলতাফ হোসেন বলেন, আমাদের এদিকে আলু লাগানোর কাজ শুরু হয়েছে। শীতের প্রকোপে সকালে দিকে মাঠে কাজ করতে যাওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, আজকে সারাদিন ধরে একবারও সূর্যের দেখা পাওয়া যায়নি।

জেলার বদলগাছী উপজেলার আবহাওয়া অফিসের কর্মকর্তা হামিদুল হক জাগো নিউজকে বলেন, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

হঠাৎ করে তিনদিন থেকে শীত বেড়ে যাওয়াই জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলগুলো শীতবস্ত্র বিতরণ করছেন। শীত বেড়ে যাওয়ায় জয়পুরহাটের হকার্স মার্কেটসহ কাপড়ের দোকানে ভিড় করছেন ক্রেতারা।

আল মামুন/আরএইচ/এমএস

Read Entire Article