জয়পুরহাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জামায়াতের মিছিল

5 hours ago 4

রমজানের পবিত্রতা রক্ষার দাবি ও দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে মিছিল করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের শহিদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিল শুরু করেন নেতাকর্মীরা। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ, শহর জামায়াতের আমির আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীনসহ জামায়াতের অন্য নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাজারে দ্রব্যমূল্য বেশি হওয়ায় গরীব ও খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই অন্তবর্তীকালীন সরকারের কাছে আহ্বান রমজানে যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে সেদিকে নজর দিন। রমজানে যেন দিনের বেলা কোনো হোটেল রেস্তোরাঁ খোলা না থাকে সেদিকে প্রশাসনকে নজর দিতে বলেন তারা।

আল মামুন/এমএন/এএসএম

Read Entire Article