জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

2 hours ago 6

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারী খুনি হাসিনাসহ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘাপটি মেরে থাকা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এবং গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জয়পুরহাটে মশাল মিছিলটি করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকায় এসে শেষ হয়। 

সেখানে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আশরাফুল ইসলাম, সোহরাব হোসেন ইমন, বোরহান উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সব গুম, খুন, দুর্নীতিসহ তাদের রাষ্ট্রবিরোধী সব কার্যকলাপ বিচার এবং জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এখনো জয়পুরহাটের বিভিন্ন জায়গায় যারা ঘোরা ফেরা করছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আনার জোর দাবি জানান বক্তারা। তারা গ্রেপ্তার না হলে আবারও কোনো না কোনো ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।

Read Entire Article