বেস্টসেলার রবিনের ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ার

2 hours ago 4

বর্ষাদুপুর পাবলিকেশন থেকে প্রকাশিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফানের অমর একুশে বইমেলায় প্রকাশিত ‘ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ার’ বেস্টসেলার তালিকায় শীর্ষে চলে এসেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ তালিকা প্রকাশ করা হয়।

বই মেলার প্রথম সপ্তাহেই বইটির প্রথম মুদ্রণ স্টক আউট হয়ে যায়। এ জন্য অনেক পাঠককেই অপেক্ষা করতে হচ্ছে নতুন মুদ্রণের জন্য। মাত্র কয়েকদিনেই দুই হাজার কপি বিক্রি হয়েছে যা কিনা বইটিকে বেস্ট সেলার তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

জানা যায়, বর্তমান সময়ে অনেকেই কনটেন্ট ক্রিয়েশন পেশায় আসতে চাচ্ছেন এবং তার জন্যই কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফানের এই উদ্যোগ। রবিন রাফান তার এই বইটিতে কনটেন্ট ক্রিয়েশন ফিল্ডে কাজ করার জন্য যাবতীয় গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছেন। এই বইটিতে আরো বিস্তারিত বলার চেষ্টা করা হয়েছে যে কীভাবে একজন কনটেন্ট ক্রিয়েটর তার বিভিন্ন ডিভাইসকে কী কী কাজে এবং কীভাবে ব্যবহার করবে। এছাড়াও কনটেন্ট ক্রিয়েশনে কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচার জন্য ও কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তাও কিন্তু বইটিতে বর্ণনা করা হয়েছে।

জানতে চাইলে রবিন রাফান বলেন, কন্টেন্ট ক্রিয়েশনে আসতে হলে যেমন পর্যাপ্ত শিক্ষা গ্রহণ করা জরুরি, তেমনি বর্তমানে শিক্ষা গ্রহণের জন্য সঠিক নির্দেশিকাও পাওয়া যায় না। তাই তার লেখা বইটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে কাজ করবে।

তিনি বলেন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের নামে অনেকেই ভুল জায়গায় প্রশিক্ষণ নিয়ে প্রতারিত হন। কোন ধরনের দক্ষতা অর্জন করা উচিত, সে বিষয়েও অনেকের মধ্যে বিভ্রান্তি থাকে। তার ‘ভবিষ্যতের ফ্রিল্যান্সিং এবং প্রশিক্ষণ থেকে সাফল্য’ বইটি ফ্রিল্যান্সারদের জন্য একটি সহায়িকা।

Read Entire Article