জয়পুরহাটে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ক্ষেতলাল উপজেলার করিমপুর ত্রিমুনী বাজারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা এ জরিমানা করেন।
এ বিষয়ে তিনি জাগো নিউজকে বলেন, ক্ষেতলাল উপজেলার করিমপুর ত্রিমুনী বাজারের একটি ঘরে ‘ফ্রি চক্ষু শিবিরে’র ব্যানারে ডাক্তার সেজে রোগী দেখে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছিল। এমন খবরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এস এম মিলকান আলী তুহিন নামে ওই ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নির্ঝর ও থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।
আল মামুন/জেডএইচ/এমএস