জয়ী না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প

4 hours ago 5

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বেআইনিভাবে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন। এবার, মার্কিন বিচার বিভাগ এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প এবার নির্বাচিত না হলে তাকে ‘ক্ষমতা ধরে রাখার অপরাধমূলক প্রচেষ্টা’র জন্য দোষী সাব্যস্ত করা হতো।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রকাশিত ১৩০ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করেছিলেন। বৈধ উপায়ে ফলাফল চ্যালেঞ্জ করতে ব্যর্থ হলে তিনি ক্ষমতা ধরে রাখতে একাধিক অপরাধমূলক পদক্ষেপ নিয়েছিলেন।

প্রতিবেদনটিতে অভিযোগ করা হয়, ট্রাম্প অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকর্তা ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। এ ছাড়া, তিনি ভুয়া ইলেকটর সাজানোর পরিকল্পনা করেছিলেন। শেষে ২০২১ সালের ৬ জানুয়ারি তার সমর্থকদের দিয়ে ক্যাপিটল হিলে হামলা চালানোর চেষ্টা করেন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়া ১৩০ বছরেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু ট্রাম্প তা ব্যাহত করার চেষ্টা করেছিলেন।

প্রতিবেদনটি নিয়ে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে তা ‘ভুয়া’ দাবি করেছেন। আর তদন্ত দলের প্রধানকে ‘অযোগ্য’ বলে অভিহিত করেছেন।

সূত্র : বিবিসি।

Read Entire Article