ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-২০তে ৭ রানে জয়ী ম্যাচে ব্যাট হাতে হয়তো কিছু করে দেখাতে পারেননি অধিনায়ক লিটন দাস। তবে, উইকেটের পেছনে গ্লাভস হাতে দারুণ একটি রেকর্ড গড়ে ফেলেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
উইকেটের পেছনে দাঁড়িয়ে একটি-দুটি নয়, ৫টি ডিসমিশাল করেছেন লিটন দাস। যা টি-টোয়েন্টিতে বাংলাদেশি যে কোনো উইকেটরক্ষক হয়ে সর্বোচ্চ ডিসমিশালের রেকর্ড।
উইকেটের পেছনে দাঁড়িয়ে আজ লিটন ধরেছেন ৪টি ক্যাচ এবং ১টি করেছেন স্ট্যাম্পিং। নিকোলাস পুরানকে মেহেদী হাসানের বলে স্ট্যাম্পিং করেছেন তিনি। এছাড়া রস্টোন চেজ, আন্দ্রে ফ্লেচার, রোভম্যান পাওয়েল এবং গুদাকেশ মোতির ক্যাচ ধরেন তিনি।
টি-টোয়েন্টিতে বাংলাদেশি উইকেট রক্ষকদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে ডিসমিশাল ছিল এর আগে, মোট চারবার। ২০০৭ সাল প্রথম মুশফিকুর রহিম এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৩টি ডিসমিশাল করেছিলেন। এছাড়া নুরুল হাসান সোহান ২বার এবং লিটন দাস নিজেই একবার ৩টি করে ডিসমিশাল করেছিলেন।
আইএইচএস/