ঝিনাই নদীতে নিখোঁজ বৈশাখীর মরদেহ উদ্ধার

22 hours ago 8

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ শিশু বৈশাখীর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। এ নিয়ে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার সিধুলি ইউনিয়নের চরভাটিয়ানী এলাকার ঝিনাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বৈশাখী শেরপুর জেলার নকলা উপজেলার টাংগালিয়া এলাকার হোসেন আলীর মেয়ে। অন্যরা হলো- চর ভাটিয়ানি এলাকার প্রবাসী দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হাসান (৮), বাউসী এলাকার নুর ইসলামের মেয়ে সাবেরা আক্তার (৮) ও সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের প্রবাসী আজাদ মিয়ার মেয়ে কুলসুম।

জানা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ানী এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীতে পাঁচ শিশু নৌকা দিয়ে ঘোরাঘুরি করছিল। কোনো একসময় পানিতে পড়ে ডুবে যায় তারা। একপর্যায়ে স্বজনরা নৌকায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। পরে রাত হয়ে গেলে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করে ডুবুরিদল। অভিযানের একপর্যায়ে কুলসুমের মরদেহ উদ্ধার করা হয়। রোববার বৈশাখীর মরদেহ উদ্ধার করে পরিবার।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন, সকাল ৭টার দিকে নিখোঁজ শিশু বৈশাখীর পরিবারের লোকজন ঝিনাই নদী থেকে মরদেহ উদ্ধার করেন। বাকি চার শিশুর মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার করে।

এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর) মাদারগঞ্জের সিধুলী ইউনিয়নের চরভাটিয়ান এলাকায় ঝিনাই নদীতে নৌকা থেকে নিখোঁজ হয় পাঁচ শিশু। তাৎক্ষণিক তিন শিশুর মরদেহ উদ্ধার করলেও দুজন নিখোঁজ ছিল।

Read Entire Article