নদীতে ভাসছিল হাত-পা বাঁধা অজ্ঞাত মরদেহ

7 hours ago 8

বরিশালে বাকেরগঞ্জে কারখানা নদী থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) রাত ১০টায় উপজেলার দুধল ইউনিয়নের পঙ্খী মার্কেট এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে মেরুন কালার হাফপ্যান্ট ও গায়ে টিশার্ট রয়েছে।

স্থানীয়রা জানান, হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় মরদেহটি কারখানা নদীতে ভাসছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা মরদেহ দেখতে পেয়ে ষড়শি পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করে।

দুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্শেদ বলেন, নিহত ব্যক্তিকে এলাকার কেউ চেনেন না। ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা অন্য কোথাও হত্যা করে মরদেহ হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে।

বাকেরগঞ্জ থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, নদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ষড়সি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। ষড়শি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে উদ্ধার করেছে। মরদেহটির সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, কীভাবে হত্যা করা হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Read Entire Article