ঝিনাইদহে গ্যাংলিডার জুয়েল গ্রেপ্তার

2 months ago 36

ঝিনাইদহের শৈলকুপায় সন্ত্রাসী জুয়েল হাসানসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তাদের গ্রেপ্তারের খবরে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছে।

জুয়েল সামাজিক দ্বন্দ্ব সংঘাত, হামলা-লুটপাট ও চাঁদাবাজদের গডফাদার হিসেবে পরিচিত কানাই-বলাই গ্রুপের গ্যাংলিডার। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে উপজেলার ভুলুন্দিয়া গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র, মাদক ও বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় তাদের। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নব্বই দশকের তৎকালীন সক্রিয় গণবাহিনীর সন্ত্রাসী আলোচিত কানাই-বলাই আপন দুই ভাই। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, মাদক, হামলা ও ভাঙচুর-লুটপাটের অনেক মামলা রয়েছে। 

পারিবারিক সন্ত্রাসী কার্যক্রমের নষ্ট ঐতিহ্য ধরে রাখতে সুদীর্ঘ বছর তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। সন্ত্রাসী পরিবারটির সবাই নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানা যায়। তাদের ছত্রছায়ায় কাজ করে অন্তত ১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ। 

ইউনিয়নবাসীর গোপন অভিযোগের ভিত্তিতে কানাইয়ের ছেলে জুয়েল ও বলাইয়ের ছেলে রানাকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ সময় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ৬ বোতল ফেনসিডিল ও ২৫টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। 

এদিকে রাতেই তাদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সকালে কাতলাগাড়ি বাজারে বাড়তে থাকে সাধারণ মানুষের ভিড়। অস্ত্র-মাদকসহ জুয়েল ও রানার গ্রেপ্তারের খবরে মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসীরা।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত জুয়েল ও রানার বিরুদ্ধে অস্ত্র-মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

Read Entire Article