ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মল্লিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন- উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে মৌসুমি আক্তার (২৬) ও একই গ্রামের হাসেম আলীর ছেলে ইজিবাইক চালক ফিরোজ (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, চাপরাইল বাজার থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে কালীগঞ্জ শহরে যাচ্ছিল। পথিমধ্যে মল্লিকনগর এলাকায় পৌঁছলে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের একটি ট্রলি ইজিবাইকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৌসুমি আক্তারের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর আগে পথেই তার মৃত্যু হয় ।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়।
বারবাজার হাইওয়ে থানার ওসি মোহসিন হোসেন জানান, ট্রলির চাপায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রলিচালকের বিরুদ্ধে মামলা করা হবে।