ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

5 hours ago 5
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মোশাররফ হোসেন (৩৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। হরিণাকুণ্ডু থানার ওসি এমএ রউফ খান সংঘর্ষের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। নিহত মোশাররফ হোসেন উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের খবির মণ্ডলের ছেলে। তিনি পেশায় ঝিনাইদহ জজ‌কোর্টে আইনজীবীর সহকারী হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। আহতরা হলেন, নিহতের ভাই নাসির উদ্দিন, হানেফ আলী, আব্দুল খালেক, বিলাত আলীর ছেলে আরব আলী, আব্দুল খালেকের ছেলে রবিন, আব্দুস সোবাহানের ছেলে কাওছার মণ্ডল ও তার ভাই আব্দুল আলীম। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে নাসির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা যায়, সোমবার রাতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার সকালে দবির ও মোশাররফ হোসেন মাঠে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৭ জন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াজ মাহফিলে অতিথি করা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে এ সংর্ঘষের ঘটনা ঘটে। তবে নিহতের ভাই দবির উদ্দিন দাবি করেন, সকালে তার ভাইয়েরা নিজেদের ক্ষেতের গাছ থেকে কলা কাটতে গেলে তাদের ওপর প্রতিপক্ষ সাঈদের নেতৃত্বে আক্রমণ করলে হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে সাঈদ হোসেনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। স্থানীয় ইউপি সদস্য আশরাফ উদ্দীন স্বপন কালবেলাকে জানান, নানা বিষয়ে দ্বন্দ্বের জেরে সোমবার রাতে বিএনপি কর্মী দেলোয়ার হোসেন দলু ও সাঈদ বিএনপি সমর্থকের মারামারি হয়। এ ঘটনার জেরে আজ সকালে ওই গ্রামের ব্রিজের ওপর দুই গ্রুপের সংর্ঘষ হয়। এতে মোশাররফ হোসেন নিহত হন। আহত হন ৭ জন। আহতদের মধ্যে দলু গ্রুপের ৫ জন ও সাঈদ গ্রুপের দুইজন রয়েছেন। হরিণাকুণ্ডু থানার ওসি এমএ রউফ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Read Entire Article