মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন বন্ধ

4 hours ago 4

যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে দেশের একমাত্র উৎপাদনশীল মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন সাময়িক বন্ধ রেখেছে খনি কর্তৃপক্ষ। তবে ত্রুটি সারিয়ে পাথর উৎপাদন কবে নাগাদ চালু করা সম্ভব হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি খনি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে পাথর উত্তোলনে ব্যবহৃত স্কিপ মোটর (গিয়ার বক্স) থেকে অস্বাভাবিক বিকট শব্দ হওয়ায় সংশ্লিষ্ট প্রকৌশলীরা দ্রুত পাথর উত্তোলন বন্ধ করে দেন।

মধ্যপাড়া কঠিন শিলা খনির ব্যবস্থাপক শরীফ জামান বলেন, ক্ষতিগ্রস্ত স্কিপ মোটর পরীক্ষা-নিরীক্ষা না করা পর্যন্ত ক্ষতির মাত্রা ও কবে নাগাদ পুনরায় উৎপাদন শুরু করা যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডি এম জোবায়েদ হোসেন বলেন, স্কিপ মোটরে ত্রুটি ধরা পড়ায় খনি পাথর উত্তোলন বন্ধ রাখা হয়েছে। যত দ্রুত সম্ভব ত্রুটি সারিয়ে আবারও পাথর উত্তোলন শুরু করা হবে। উৎপাদন বন্ধের পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রতিদিন ৫ হাজার টন পাথর উত্তোলন করা হচ্ছিল।

Read Entire Article