ঝড়বৃষ্টিতে এসি চালানো কি নিরাপদ? হতে পারে যেসব বিপদ

2 months ago 5
দীর্ঘ তাপদাহের পর বৃষ্টি এনে দিয়েছে স্বস্তির ছোঁয়া। তবে বৃষ্টির ঝাপটা থেকে বাঁচতে বন্ধ করে রাখতে হয় ঘরের দরজা-জানালা। দীর্ঘ সময় দরজা-জানালা বন্ধ করে রাখার পর ঘরে গুমোট ভাব তৈরি হয়। যে কারণে অস্বস্তি থেকে মুক্তি পেতে এসি চালাতে বাধ্য হন অনেকেই। কিন্তু প্রশ্ন হলো ঝড়বৃষ্টির সময় কি এসি চালানো নিরাপদ? হ্যাভকডটকমের এক প্রতিবেদনে বলা হয়, ঝড়বৃষ্টির সময় এসি চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ এ সময় প্রকৃতিতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকায়, যার পরিমাণ প্রায় ৫০০ কোটি জুল পর্যন্ত হতে পারে। এই তড়িৎ যদি এসির সার্কিটে প্রবেশ করে, তবে মেশিন মুহূর্তেই বিকল হয়ে যেতে পারে।  চলুন জেনে নেওয়া যাক ঝড়বৃষ্টির সময় এসি চালালে কী ধরণের বিপদ হতে পারে-  সার্কিট ব্রেকার থাকলেও ঝুঁকি  অনেকে মনে করেন, সার্কিট ব্রেকার থাকলে ঝড়বৃষ্টিতে এসি চালানো নিরাপদ। কিন্তু বাস্তব ততটা সহজ নয়। বজ্রপাতের শক্তিশালী বিদ্যুৎ প্রবাহ সার্কিট ব্রেকার কাজ করার আগেই এসি মেশিনের ক্ষতি করতে পারে। এমনকি শর্ট সার্কিটের মাধ্যমে এটি মারাত্মক দুর্ঘটনাও ঘটাতে পারে। আর্থিং থাকলেও নিশ্চিন্ত নয়  বর্তমানে প্রায় সব বাড়িতে বিদ্যুৎ সংযোগে আর্থিং বা গ্রাউন্ডিং রয়েছ। যা বজ্রপাত থেকে যন্ত্রপাতি রক্ষার জন্য স্থাপিত। কিন্তু এই ব্যবস্থা সব সময় কার্যকর হয় না। আর্থিং থাকলেও ঝড়ের সময় এসি চালানোর কারণে দুর্ঘটনা ঘটতে দেখা গেছে। নিরাপদ থাকার উপায় বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ঝড় শুরু হলেই এসি বন্ধ করে দেওয়া উচিত। প্রবল বৃষ্টি বা বজ্রপাতের সময় এসি ব্যবহার এড়িয়ে চলা ভালো। বিশেষ করে বাইরের ইউনিটে পানি ঢুকলে শর্ট সার্কিট বা যান্ত্রিক সমস্যা হতে পারে। যদিও এমন ঘটনা সচরাচর ঘটে না, তবু নিরাপত্তার জন্য এটি সতর্কতার অংশ হওয়া উচিত।
Read Entire Article