টঙ্গীতে আ.লীগ নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ

2 months ago 31
গাজীপুরের টঙ্গীতে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাহারা মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে স্টেশন রোড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুবেল প্রধান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, ছাত্রদল নেতা রিফাত রশিদ, আশরাফুল আলমসহ পাঁচ শতাধিক নেতাকর্মী। সংক্ষিপ্ত সভায় সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, ভূমিদস্যু, গাজীপুর সিটি করপোরেশনের অর্থ লুটপাটকারী হাজার কোটি টাকার মালিক আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটির প্রথম মেয়র গণমানুষের নেতা অধ্যাপক এমএ মান্নানকে একের পর এক মামলা দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। এমনকি কবরস্থানের জায়গা দখলেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। সামান্য একজন কাউন্সিলর হয়ে সে কীভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছে জনগণ জানতে চায়। তার সব অবৈধ সম্পদ জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার দাবি জানান তিনি।  এ সময় হাজার কোটি টাকা লুটপাটকারী আসাদুর রহমান কিরণ ও তার দোসরদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
Read Entire Article