গাজীপুরের টঙ্গীতে এক তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শারমিন (২০) খুলনার পাইকগাছা এলাকার বাসিন্দা ছিলেন। দুই বছর আগে ভালোবেসে জামালপুরের সাগর মিয়ার সঙ্গে বিয়ে করেন। তারা গত আট মাস ধরে টঙ্গীর মস্তফা মঞ্জিলের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন খাঁপাড়া এলাকায় মোস্তফা মঞ্জিলের একটি রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শারমিন ও তার স্বামী সাগর ওই রুমটিতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সাগর ও শারমিন নিজেদের কক্ষে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে সাগর ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন। একপর্যায়ে চাচাতো বোনকে ফোন করে জানান তার স্ত্রী আত্মহত্যা করেছেন। পরে বাড়ির দায়িত্বে থাকা শাহলমসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন সিলিং ফ্যানে একটি রশি ঝুলছে এবং শারমিনের নিথর দেহ খাটে পড়ে আছে।
শারমিনের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নাকি হত্যা—তার সঠিক তদন্ত হওয়া উচিত।
নিহতের মামা আলামিন জানান, ‘রুমে কোনো টুল পাওয়া যায়নি, আত্মহত্যার কোনো আলামতও নেই অথচ গলায় রশি ছিল। লাশ খাটে নামানো অবস্থায় পাওয়া গেছে, যা সন্দেহজনক।’
শারমিনের বাবা ঘটনাস্থলে এসে পুলিশের কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান ও এসআই শাহেদ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ‘মেয়ের পরিবারের পক্ষ থেকে যদি কোনো মামলা করা হয় তা গ্রহণ এবং প্রয়োজনীয় তদন্ত করা হবে। এরইমধ্যে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’