টঙ্গীতে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০

2 hours ago 7
গাজীপুরের টঙ্গীতে দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) এরশাদ নগর এলাকায় আনুমানিক রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।  জানা গেছে, এরশাদ নগর এলাকায় বিএনপি নেতা কামরুল ইসলাম কামু ও লিপু মোল্লার গ্রুপের মধ্যে পূর্ব থেকেই শত্রুতা চলমান। তারই জের ধরে রাতে কামরুল ইসলামের লোকজন এরশাদ নগর ৩ নং ব্লকের যুবদল নেতা মঞ্জুরের বসতঘরে হামলা চালায় এবং ভাঙ্গচুর করে। পরবর্তীতে হামলাকারীদের প্রতিহত করতে লিপু মোল্লার গ্রুপের লোকজন পালটা ধাওয়া করে।  এছাড়াও একাধিক ককটেল বিস্ফোরণের তথ্যও পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে টঙ্গী পূর্ব থানার পুলিশের হিমশিম খেতে হয়। পরে একাধিক টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  এ ঘটনায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে একাধিক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তবে প্রাথমিকভাবে তাদের মধ্যে হৃদয় নামের একজনের পরিচয় জানা গেছে। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ বলেন, আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  তিনি আরও বলেন, ঘটনা তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে। এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
Read Entire Article