টঙ্গীতে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

1 day ago 10
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার (৫ জানুয়ারি) ভোরে টঙ্গী পশ্চিম থানার একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার চারজন হলেন- মো. মারুফ (২২), নজরুল (২৫), হযরত আলী বাবু (৩২) এবং রফিকুল ইসলাম (৩৪)। স্থানীয়রা জানান, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে টঙ্গী ও আশপাশের এলাকায় সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের টার্গেট করে ছিনতাই চালিয়ে আসছিল। বিশেষ করে রাতের বেলায় এবং ভোরের দিকে তারা ছিনতাই করত। তারা বিভিন্ন সময়ে মোবাইল ফোন, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত। টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, টঙ্গীর মিলগেট ও বাটা গেট এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এ ছিনতাইকারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তারা ওই এলাকায় অবস্থান করছে এবং ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এরপর পুলিশের একটি বিশেষ দল রাত ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ওসি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
Read Entire Article