টপের উপর অন্তর্বাস পরে কটাক্ষের মুখে নেহা কক্কর

2 months ago 6

নেহা কক্কর এবং ট্রোল, বিতর্ক, সমালোচনা যেন সমার্থক হয়ে গেছে। সম্প্রতি দেশের বাইরে শো করতে গিয়ে সঠিক সময়ে না পৌঁছাতে পেরে মারাত্মক কটাক্ষের শিকার হতে হয়েছিল বলিউডের এ জনপ্রিয় সংগীতশিল্পীকে।

মোটা অংকের টাকা দিয়ে টিকিট কাটা দর্শকদের ঘণ্টাখানেক অপেক্ষা করানোয় সমালোচনার মুখে পড়েছিলেন নেহা কক্কর আর এবার বিতর্কের শিরোনামে ঠাঁই পেলেন ‘উদ্ভট’ ফ্যাশন সেন্সের জন্য!

হাতে লাবুবু ডল নিয়ে নেটপাড়ায় আদুরে পোস্ট করেছিলেন মাত্র! তবে সমালোচকদের নজর পড়ল নেহা কক্করের পোশাকের দিকে। পরনে সাদা ক্রপ টপ। তার উপরে নীলঅন্তর্বাস! এখানেই শেষ নয়। পরনে ট্র্যাক প্যান্টের ভেতর থেকে কোমর পর্যন্ত উঁকি দিচ্ছে রং মেলানো জিমের অন্তর্বাস। চোখে রোদচশমা আর মুখে হাসি। আর সেটা দেখেই নেট নাগরিকরা কঠোর সমালোচনায় মেতে উঠলেন।

 
 
 
View this post on Instagram

A post shared by Neha Kakkar (@nehakakkar)

নেহাকে এমন পোশাকে দেখে সবার জিজ্ঞাসা, ‘অন্তর্বাসই যদি দেখাতে হবে, তাহলে আর পোশাক পরা কেন? শুধু অন্তর্বাস পরেই তো রাস্তায় বের হতে পারতেন!’ এককথায়, ফ্যাশন বিভ্রাটের জেরে নেহা কক্কর বর্তমানে বিতর্কের শিরোনামে রয়েছেন।

ছড়িয়ে পড়া ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ লিখেছেন, ‘ভীষণ খেলো পোশাক, ছি!’ কারও প্রশ্ন, ‘এ কোন দুনিয়ার পোশাক?’ কেউ বলছেন, ‘ও কি কোনোদিন ঠিকঠাক কোনো কাজ করেছেন!’ কারো মতে, ‘তাকে এত ট্রোল করবেন না, আবার কখন কেঁদে ফেলবে!’ আবার নেহার পাশে দাঁড়িয়ে কারো মত, ‘উনি জানেন কী পরে বেরিয়েছেন। তার যেটা ভালো লেগেছে, সেটাই করেছেন।’

কেউ কেউ আবার সুপাম্যানের পোশাকের কথা উল্লেখ করে নেহার উদ্দেশে বললেন, ‘লেডি সুপারম্যান নাকি যে পোশাকের উপর অন্তর্বাস পরেছেন!’ সবমিলিয়ে আবারও সংবাদ শিরোনামে এসছেন নেহা কক্কর। যদিও এ সংগীতশিল্পীর ঘনিষ্ঠরা সেই পোস্টে ভালোবাসা জানিয়েছেন।

এমএমএফ/জিকেএস

Read Entire Article