মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টমটম পার্কিং নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
রোববার (৩১ মার্চ) রাত ১টার দিকে শ্রীমঙ্গল শহরের গদারবাজার এলাকার এ ঘটনা ঘটে। পরে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়।
জানা যায়, উপজেলার গদার বাজার এলাকায় সাবেক মেয়র মহসিন মধুর বিনা লাভের বাজারের সামনে টমটম পার্কিং নিয়ে মধু গ্রুপ ও বিএনপির নেতা হাজি মুজিবের সমর্থক আনার মিয়া মেম্বারের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় শহরে দোকানপাটে আটকেপড়া সাধারণ মানুষ নিরাপদে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শ্রীমঙ্গলে সাবেক মেয়র মহসিন মিয়া মধুর বিনা লাভের বাজারে হামলার ঘটনায় দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়ায় বেশ কিছু টমটমসহ গাড়ি ভাঙচুর করে। পুলিশের ৫৬ রাউন্ড শটগানের ফাঁকাগুলি করে।