ক্ষেতজুড়ে লাল লাল টমেটো। কিন্তু তোলা হচ্ছে না। ন্যায্য দাম না পাওয়ায় সুনামগঞ্জের অধিকাংশ কৃষক ক্ষেতেই ফেলে রেখেছেন কষ্টের এই ফসল। লাভের আশায় চাষ করেছিলেন, কিন্তু বাজারে দুই টাকা কেজি দরে বিক্রি হওয়ায় ক্ষেত থেকে তুলছেন না। এতে পচে নষ্ট হচ্ছে। অনেক ক্ষেতের টমেটো খাচ্ছে গরু-ছাগল। ফলে লাভের পরিবর্তে লোকসান দিতে হচ্ছে কৃষকদের। এ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন তারা।
কৃষকরা বলছেন, সংরক্ষণাগার ও ক্রেতার... বিস্তারিত