ঢাকা পর্বে তিন ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে দূর্বার রাজশাহী। অন্যদিকে ২ ম্যাচ খেলে ফরচুন বরিশালও জয় পেয়েছে একটিতে। আজ জিততে পারলেই এগিয়ে যাবে, এমন সমীকরণ সামনে নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দূর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল।
ম্যাচটিতে টস জিতলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। টস জিতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন দূর্বার রাজশাহীকে।
টস হেরে ব্যাট করতে নামার পর এ রিপোর্ট লেখার সময় দূর্বার রাজশাহীর রান ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৬। ২২ রান নিয়ে এনামুল হক বিজয় এবং ১ রান নিয়ে ব্যাট করছেন ইয়াসির আলী রাব্বি। মোহাম্মদ হারিস ২২ ও জিসান আলম আউট হন ৩৮ রান করে।
উদ্বোধনী ম্যাচেই এই দুই দল পরস্পর মুখোমুখি হয়েছিলো। ওই ম্যাচে রাজশাহী করেছিলো ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান। জবাব দিতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ আর ফাহিম আশরাফের শেষ দিকের ঝোড়ো ব্যাটিংয়ে বরিশাল জয় তুলে নেয় ৪ উইকেটে।
পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের করা ১৭৪ রানের জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী। শেষ ম্যাচে চিটাগং কিংসের করা ২১৯ রানের জবাবে রাজশাহী থেমে যায় ১১৪ রানে। ১০৫ রানের বড় ব্যবধানে হারে তারা।
ফরচুন বরিশাল রাজশাহীকেই হারিয়েছিলো শুধু প্রথম ম্যাচে। এরপর রংপুর রাইডার্সের কাছে হেরেছিলো ৮ উইকেটের বড় ব্যবধানে। আজ কে জিতবে, বরিশাল না রাজশাহী?
আইএইচএস/