টাকা নেওয়ার সময় আটক দুই কারারক্ষী

2 weeks ago 10

 

মাদক কারবারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়কালে সাতক্ষীরা জেলা কারাগারের দুই রক্ষীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছে থেকে একটি মোটরসাইকেল ও এক জোড়া হ্যান্ডকাপ জব্দ করা হয়।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার রাজনগর গ্রামে বেত্রাবতী ব্রিজ থেকে তাদের আটক করা হয়।

এই কারারক্ষীরা হলেন মো. মামুন চৌধুরী ও মো. রাজন বিশ্বাস। এদের মধ্যে মামুন চৌধুরী ঝিনাইদহ জেলার বালাপাড়া গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং রাজন বিশ্বাস একই জেলার শৈলকূপা থানার ডাউটিয়া গ্রামের মো. ডব্লিউ বিশ্বাসের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, ডিবি পুলিশ পরিচয়ে মাদক কারবারিকে আটক করে অবৈধভাবে অর্থলাভের উদ্দেশ্যে ব্রিজের ওপর অবস্থান করছিলেন ওই দুই ব্যক্তি। এসময় স্থানীয়রা তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় খবর দেয়। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। এসময় জনগণের উপস্থিতিতে তাদের মোটরসাইকেল ও এক জোড়া হ্যান্ডকাপ জব্দ এবং তাদের আটক করে সাতক্ষীরা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/জেআইএম

Read Entire Article