বর্তমান সময়ে “উন্নয়ন” শব্দটি আমাদের সমাজে এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করাও যেন অপরাধ। অথচ বাস্তবতা হলো, অনেক সময় এই তথাকথিত উন্নয়ন প্রকৃতি, জীবনধারা ও স্থানীয় সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। কক্সবাজার জেলার উপকূলীয় উপজেলা মহেশখালী তার একটি বাস্তব উদাহরণ।
মহেশখালী পরিচিত ছিল লবণচাষ, পানবরজ, ধানক্ষেত আর মৎস্যজীবী ও কৃষিনির্ভর জীবনব্যবস্থার জন্য। কিন্তু এই পরিচিতি আজ... বিস্তারিত