টাকার সংকট কাটাতে কাজে ফিরেছেন জিম ক্যারি

2 weeks ago 16

এক সময়ের জনপ্রিয় অভিনেতা তিনি। পর্দায় তার উপস্থিতি দর্শককে আনন্দে ভরিয়ে রাখতো। নানা রকম মজার অঙ্গভঙ্গি ও সংলাপে তিনি চরিত্রগুলোকে করে তুলতেন হৃদয়গ্রাহী। বিশেষ করে তার ‌‘মাস্ক’, ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমাগুলো কালজয়ী হয়ে আছে। বলছি হলিউডের কিংবদন্তি অভিনেতা জিম ক্যারির কথ।

আসছে ২০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘সনিক দ্য হেজহগ ৩’। ২০২২ সালে এই ছবিটির আগের কিস্তিতেও অভিনয় করেছিলেন তিনি। তখন বলেছিলেন আর অভিনয় করবেন না বলে। তবে আবার কেন ফিরলেন?

সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে অভিনেতা কোনো ভণিতা না করেই জানিয়েছেন, অর্থের অভাবে রয়েছেন তিনি। সেই সংকট কাটাতেই আবার অভিনয় করেছেন।

১০ ডিসেম্বর, মঙ্গলবার যুক্তরাজ্যে ‘সনিক দ্য হেজহগ ৩’ সিনেমার প্রিমিয়ারে এ কথা জানান জিম ক্যারি। ছবিটিতে তার অভিনীত খলনায়ক চরিত্র ড. রোবটনিককে নিয়েও আলোচনা করেন এই অভিনেতা।

হাস্যোজ্জ্বল ভঙ্গিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ফিরে আসা প্রসঙ্গে বলেন, ‘আমি অভিনয়ের এই মহাবিশ্বে ফিরে এসেছি। তার কারণ প্রথমত, আমি একজন অভিনেতা হিসেবে জিনিয়াস সব চরিত্রে অভিনয় করতে আগ্রহী। দ্বিতীয়ত, সত্যি কথা বলতে আমার টাকা দরকার।’

জিম ক্যারি ‘সনিক দ্য হেজহগ ৩’ ছবিতে জিম ক্যারির সঙ্গে আরও কাজ করেছেন কিয়ানু রিভস, ইদ্রিস এলবা, জেমস মার্সডেন, বেন সোয়ার্জ, টিকা সাম্পটার, নাতাশা রথওয়েল, শেমার মুর, অ্যাডাম প্যালি এবং ক্রিস্টেন রিটার।

এলএ/এএসএম

Read Entire Article