টাঙ্গাইলে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

3 months ago 37

টাঙ্গাইলের মির্জাপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ মে) রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কবিতা আক্তার (২৫) সুজন মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে সুজন মিয়া পলাতক। তাদের দুজনের বাড়ি নীলফামারীতে।

এলাকাবাসী জানান, সুজন মিয়া ও তার স্ত্রী কবিতা আক্তার দুই সন্তান নিয়ে মুসা মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। কবিতা আক্তার গার্মেন্টস কর্মী। সুজন মিয়া পেশায় মেকানিক। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়।

একপর্যায়ে সুজন উত্তেজিত হয়ে বাসায় থাকা ধারালো অস্ত্র দিয়ে কবিতাকে জবাই করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যান। আশপাশের বাসার লোকজন ঘটনা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শুক্রবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। মামলার প্রক্রিয়া চলেছে।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/জিকেএস

Read Entire Article