টাঙ্গাইলে জামায়াত-ছাত্রশিবিরের ৩৪ নেতাকর্মী খালাস

3 hours ago 7

টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জামায়াত-ছাত্রশিবিরের ৩৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আফরোজা বেগম সব আসামিকে খালাসের আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, বিগত ২০১৩ সালের ১২ নভেম্বর আওয়ামীবিরোধী হরতাল চলাকালে যমুনা সেতুর পূর্ব পাড়ে গোলচক্কর এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিকেটিং করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

তিনি বলেন, তখন ইটপাটকেল নিক্ষেপ ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের ৩৮ জন নেতাকর্মীসহ ১১২ জনকে আসামি করে এই মামলা করা হয়। ২০১৫ সালের ১৭ মে এসআই কুতুব উদ্দিন আহমেদ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষ এ মামলায় এখন পর্যন্ত মাত্র দুজন সাক্ষী উপস্থাপন করেন। তা ছাড়া যে দুজনে সাক্ষী দিয়েছেন তারাও আসামিদের বিরুদ্ধে কিছু বলেননি।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ আর কোনো সাক্ষী আনতে না পারায় বিচারক সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ করে পরবর্তী ধাপে চলে যান এবং এ মামলা থেকে আসামিদের বেকসুর খালাস দেন।

Read Entire Article