টাঙ্গুয়ার হাওরে উচ্চ শব্দে গান-বাজনা নিষিদ্ধ

2 months ago 29

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে উচ্চশব্দে গান-বাজনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম।

তিনি বলেন, ‘জীববৈচিত্র্য রক্ষা ও হাওর তীরবর্তী মানুষের কথা চিন্তা করে সেখানে উচ্চ শব্দে গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে। এ আইন অমান্য করলে তাকে শাস্তির আওতায় আনা হবে।’

এরে আগে হাওরে ঘুরতে আসা পর্যটকদের বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করেছে জেলা প্রশাসন। জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রী লেক ও বারিকাটিলায় পর্যটন স্পটে রাত্রিযাপন করতে হাউসবোর্টে অবস্থান করতে হয়। সেখানে পর্যটকরা নানা রকমের হয়রানির মধ্যে পড়তে হয়। যান্ত্রিক ত্রুটির কথা বলে নির্ধারিত স্থানে নিয়ে যান না চালকরা। বিভিন্ন সময় অতিরিক্ত আর্থিক সুবিধা গ্রহণ করে চুক্তি লঙ্ঘন করছেন কোনো কোনো হাউসবোট চালক।

এছাড়াও বিজ্ঞপ্তিতে হাউজবোটে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো পরামর্শ দেওয়া হয়।

লিপসন আহমেদ/আরএইচ/এমএস

Read Entire Article