রুদ্ধশ্বাস এক লড়াই হলো। টানটান উত্তেজনার যে টেস্টে শেষ হাসি হাসলো ভারত, তীরে এসে তরি ডুবলো ইংল্যান্ডের। ওভালে ৬ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতায় শেষ করলো ভারত।
রোমাঞ্চ ছড়ানো এই টেস্টে বেশ কয়েকটি রেকর্ড হয়েছে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক সেই রেকর্ডগুলো-
৬
রানের হিসেবে টেস্টে ভারতের সবচেয়ে ছোট জয়। এর আগে ২০০৪ সালে মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩ রানে জিতেছিল ভারত।
৩৩২
৩৭৪ রান তাড়া করতে গিয়ে ইংল্যান্ড পঞ্চম উইকেট হারায় ৩৩২ রানে। প্রথম পাঁচ জুটিতে এই রান করার পরও কোনো দলের হারের রেকর্ড এর আগে মাত্র একবারই আছে। ১৯৭৭ সালে মেলবোর্নে ৪৬৩ রান তাড়া করতে গিয়ে ৫ উইকেটে ৩৪৬ তুলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ইংলিশরা।
২
এক টেস্টে দুই ইনিংসেই চার বা তার বেশি উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় বোলার জুটি মোহাম্মদ সিরাজ আর প্রসিধ কৃষ্ণা। এর আগে এই রেকর্ডটি ছিল কেবল বিশান বেদি আর এরাপল্লি প্রসন্নার। ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লিতে এই রেকর্ড গড়েছিলেন তারা।
২৩
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সিরাজের উইকেটসংখ্যা ২৩। ইংল্যান্ডের মাটিতে কোনো টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে যৌথভাবে তিনি এখন জাসপ্রিত বুমরাহর সঙ্গে। ২০২১-২২ মৌসুমে এক সিরিজে বুমরাহও ২৩ উইকেট নিয়েছিলেন।
১৯৫
জো রুট আর হ্যারি ব্রুকের চতুর্থ ইনিংসে ১৯৫ রানের জুটিটি এখন হেরে যাওয়া কোনো টেস্টের দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৮ সালে ওভালেই লোকেশ রাহুল আর রিশাভ পান্ত ২০৪ রানের জুটি গড়ে এই রেকর্ড গড়েছিলেন। যে টেস্টে হারে ভারত।
৪
এ নিয়ে টানা চার টেস্টে ভারতের বিপক্ষে সিরিজ জিততে পারলো না ইংল্যান্ড। সবশেষ ভারতের বিপক্ষে তারা জিতেছিল ২০১৮ সালে, ঘরের মাঠে ৪-১ ব্যবধানে।
এমএমআর/জেআইএম