টানা চতুর্থবার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ

3 months ago 13

টানা চতুর্থ বছরের মতো বিশ্বের সবচেয়ে দামি ফুটবল দল ক্লাব হিসেবে স্বীকৃতি পেয়েছে রিয়াল মাদ্রিদ। গেল শুক্রবার এ তথ্য জানিয়েছে ব্যবসাবিষয়ক ম্যাগাজিন ‘ফোর্বস’। ক্লাবটির বর্তমান মূল্য ৬.৭৫ বিলিয়ন ডলার।

ফোর্বস তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩-২৪ মৌসুমে রেকর্ড ১.১৩ বিলিয়ন ডলার রাজস্ব আয় করে রিয়াল। ক্লাবটির ইতিহাসে এই প্রথম এক মৌসুমে ১ বিলিয়ন ডলার আয়ের কীর্তি অর্জন করেছে স্প্যানিশ লা লিগার ক্লাবটি।

ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) দল ডালাস কাউবয়সের পর রিয়ালই ইতিহাসের দ্বিতীয় ক্রীড়া দল, যারা এক মৌসুমে ১০ অঙ্কের আয় (১০০ কোটি ডলার) অর্জন করেছে। একই সঙ্গে প্রথম ফুটবল ক্লাব হিসেবে ১ বিলিয়ন ইউরো (১.০৪ বিলিয়ন ডলার) রাজস্বের মাইলফলক ছুঁয়েছে ক্লাবটি।

ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, যাদের বর্তমান বাজারমূল্য ৬.৬ বিলিয়ন ডলার। ২০২৩-২৪ মৌসুমে দলটি ৮৩৪ মিলিয়ন ডলার আয় করেছিল। যদিও প্রিমিয়ার লিগে হতাশাজনক পারফরম্যান্স করে অষ্টম স্থানে থেকে লিগ শেষ করেছিল রেড ডেভিলরা।

লা লিগায় রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ফোর্বসের এ তালিকায় তৃতীয় স্থানে, যাদের মূল্য ৫.৬৫ বিলিয়ন ডলার। এরপর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব যথাক্রমে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি।

ফোর্বসের তথ্য মতে, শীর্ষ ১০ ক্লাবের মধ্যে ৬টিই প্রিমিয়ার লিগের। জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফরাসি লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) পর এ তালিকায় এসেছে প্রিমিয়ার লিগের আরও তিন ক্লাব- আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার এবং চেলসি।

ফোর্বস আরও জানিয়েছে, বিশ্বের সবচেয়ে মূল্যবান ৩০টি ফুটবল দলের মোট মূল্য এখন ৭২ বিলিয়ন ডলারের বেশি। যার গড় মূল্য দাঁড়ায় ২.৪ বিলিয়ন ডলার। এটি ২০২৪ সালের রেকর্ড ২.২৬ বিলিয়নের চেয়েও ৫ শতাংশ বেশি।

এমএইচ/

Read Entire Article