জয়টি কতটা দরকার ছিল, তা পেপ গার্দিওলাই সবচেয়ে ভালো বুঝবেন। যে কারণে ম্যাচ শেষ হতেই তিনি বলে ওঠেন, ‘আমাদের এটা দরকার ছিল। ক্লাব, খেলোয়াড় সবার জয় দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি ছিল হারের বৃত্ত ভেঙে ফেলা। অবশেষে আমরা জিতেছি।’
গার্দিওলার কথা শুনেই বোঝা যায়, জয়ের জন্য কতটা মুখিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে অবশেষে বহুল আরাধ্য সেই জয়টি পেয়েছে তারা। জিতেছে ৩-০ ব্যবধানে। ইংলিশ প্রিমিয়ার টানা ৪ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল সিটি। সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ৮ ম্যাচে এটিই গার্দিওলার দলের প্রথম জয়।
বুধবার নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে ওঠে ম্যানসিটি। কাঙ্ক্ষিত গোল পেতে বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি স্বাগতিকদের। ৮ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি।
দুই মাসেরও বেশি সময় পর সিটির শুরুর একাদশে সুযোগ পাওয়া কেভিন ডি-ব্রুইনা গোল করেন ৩১ মিনিটে। বেলজিয়াম সুপারস্টারের গোলে ব্যবধান দ্বিগুণ করে সিটি। জেরেমি ডকুর পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে গোল করেন তিনি। প্রথম গোলেও অ্যাসিস্ট ছিল ডি-ব্রুইনার।
৫৭ মিনিটে ডকু নিজেই গোল করেন। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। ডি-বক্সের মাঝখান থেকে ডানপায়ের জোরালো শটে নটিংহ্যামের জাল কাঁপান বেলজিয়ান উইঙ্গার। তাকে অ্যাসিস্ট করেন আরলিং হালান্ড।
বহুল কাঙ্ক্ষিত জয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠেছে সিটি। ১৪ ম্যাচে আকাশী-নীলদের পয়েন্ট ২৬। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে নটিংহ্যাম।
এমএইচ/এএসএম