পাবনার ঈশ্বরদীতে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের পড়ে বাইসাইকেল পুরস্কার পেয়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন মাঠে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নতুন রূপপুর জামে মসজিদের সভাপতি শাহিনুর রহমান মজনুর সভাপতিত্বে ও সদস্যসচিব আবুল কালাম আজাদ সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাবুদ্দিন খান, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম রাজা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, পাবনা জামিয়া আশরাফিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফতি নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে ছয়জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান ও কোরআন শিক্ষা গ্রহণকারী ষাটোর্ধ চারজন মুসল্লি, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
শেখ মহসীন/আরএইচ/এমএস