টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও দুই দেশ

5 hours ago 5

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই বৈশ্বিক আসরের ১৮ ও ১৯তম দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ওমান ও নেপাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর হতে যাচ্ছে এটি। টুর্নামেন্টে ২০টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতালি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে, যা আইসিসির একটি বড় টুর্নামেন্টে তাদের অভিষেক হবে। 

সংযুক্ত আরব আমিরাত ৭৭ রানে হারিয়ে দিয়েছে সামোয়াকে। সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ের পর এবং বৃহস্পতিবার জাপানের বিপক্ষে আরব আমিরাতের পরবর্তী ম্যাচ নির্ধারিত থাকায় সুপার সিক্স পর্বে নিজেদের মধ্যকার ম্যাচের আগেই ওমান ও নেপাল তাদের শীর্ষ তিনে থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

কোয়ালিফায়ারে আসা দলগুলোর মধ্যে অন্যতম ফেভারিট ছিল ওমান। গত বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার পর এবারও তারা বাছাইপর্বে হট ফেভারিট হিসেবে মাঠে নামে। ৬টি দলের মধ্যে ৩টি দল আগামী ফেব্রুয়ারি-মার্চে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। এর আগে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেপাল এবং ওমান প্রথম রাউন্ডে খেলেছিল।

২০১৬ এবং ২০২৪ সালের পর তৃতীয়বারের মতো সীমিত ওভারের বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ওমান। নেপালও তেমনি ২০১৪ এবং ২০২৪ সালের পর আরেকটি বিশ্বকাপে খেলতে যাচ্ছে। গ্রুপে চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে খেলা না খেলা নির্ভর করছে জাপানের হাতে। তাদের হাতে দুটি ম্যাচ বাকি আছে। যদি জাপান তাদের পরবর্তী দুই ম্যাচেই জিততে পারে তাহলে তারা সংযুক্ত আরব আমিরাতকে ছাড়িয়ে বিশ্বকাপের টিকিট কাটবে। এখন দেখার বিষয় প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে পারে কিনা জাপান।

Read Entire Article