টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরার তালিকায় সাকিবের অবস্থান কত

6 days ago 7

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত এক রাত পার করেছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে হয়েছেন ম্যাচসেরা। ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি গড়েছেন ইতিহাস।

টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। শুধু তাই নয়, ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের ‘ডাবল’ রেকর্ড গড়েছেন সাকিব।

সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে খেলতে নামেন সাকিব। প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ম্যাচের ১৫তম ওভারে বল হাতে এসে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই স্পর্শ করেন ৫০০ উইকেটের অসাধারণ রেকর্ড।

এরপর থেমে থাকেননি সাকিব। ১৭তম ওভারে আবারও আঘাত হানেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে। কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসিকে ফিরিয়ে নেন পরপর, সেইসঙ্গে ওভারটি শেষ করেন মাত্র ২ রান খরচ করে। মোট ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব।

এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর সাকিব পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরার স্বীকৃতি। আর তাতে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে ছুঁয়েছেন তিনি। 

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে সাকিবের চেয়ে বেশিবার ম্যাচসেরা হয়েছেন কেবল চারজন। সেই তালিকায় এক নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ওপেনার ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচ খেলে ৬০ বার ম্যাচসেরা হয়েছেন তিনি। ৪৮ বার ম্যাচসেরা হয়ে তালিকার দুইয়ে অবস্থান অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের। 

তৃতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ৭১০ টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়েছেন ৪৭ বার। ৪৪ বার ম্যাচসেরা হয়ে চতুর্থ অবস্থানে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।

সাকিব ৪৪তম বার ম্যাচসেরা হয়েছেন ৪৫৭ ম্যাচে। তারই সমান ৪৪ বার ম্যাচসেরা হওয়ার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের। দুজনই যৌথভাবে আছেন পঞ্চম স্থানে। দুজনের মধ্যে যে কেউ যে কোনো সময় এগিয়ে যেতে পারেন। কারণ, সাকিবের মতো রাসেলও সিপিএলে খেলছেন। 

Read Entire Article