টি-টোয়েন্টিতে ৮০০০ রানের মাইলফলকে তামিম

10 hours ago 4

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি স্মরণীয় মুহূর্তের জন্ম দিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। দেশের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই অভিজ্ঞ ওপেনার। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে রংপুর রাইডার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন তামিম। ম্যাচের পঞ্চম ওভারের শেষ বলে রংপুরের অফ-স্পিনার মেহেদী হাসানের ডেলিভারিকে স্ট্রেইট ড্রাইভে চার মেরে ৮ হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি।   

ম্যাচ শুরুর সময় তামিমের টি-টোয়েন্টি রান ছিল ৭,৯৯১। ইনিংসের প্রথম ওভারে কোনো রান না পেলেও, পরের ওভারে স্কোরবোর্ডে নিজের নাম লেখান তিনি। ধীরস্থির শুরু করলেও পঞ্চম ওভারে এসে বাউন্ডারির মাধ্যমে নিজের রান ৭,৯৯৯-এ নিয়ে যান। এরপর সেই ওভারের শেষ বলেই চার মেরে ছুঁয়ে ফেলেন ৮ হাজার রানের মাইলফলক। 

এই বিশেষ ম্যাচে তামিম খেলেন ৩৪ বলে ৪০ রানের কার্যকরী এক ইনিংস।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে তামিম ইকবাল এখন পর্যন্ত খেলেছেন ২৭২টি ম্যাচ এবং ২৭১ ইনিংসে ব্যাট করেছেন। ৩২.৯১ গড়ে তার মোট রান ৮,০৩১, যেখানে স্ট্রাইক রেট ১২১.২৭। চারটি শতক রয়েছে তার ঝুলিতে। 

বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১,৭০১ রান করেছেন তামিম। বিপিএলে তার রানসংখ্যা ৩,৫৮৩, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ফরচুন বরিশালের হয়ে করেছেন ৯৭৭ রান এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার সংগ্রহ ৬০৫ রান। 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তামিমের পরেই রয়েছেন সাকিব আল হাসান, যার রান ৭,৪৩৮। তৃতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, যার সংগ্রহ ৬,০৯০ রান। 

বিশ্বের ৩৪তম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজার রান করলেন তামিম ইকবাল। এই তালিকার শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল, যিনি টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪,৫৬২ রান করেছেন। 

Read Entire Article