টি-শার্ট বা মোজা নয়, ট্রাম্প চান ট্যাংক-যুদ্ধজাহাজ বানাতে

3 months ago 47

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার লক্ষ্য দেশে সাধারণ পোশাক নয়, বরং সামরিক সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তিপণ্য উৎপাদনে জোর দেওয়া। তিনি বলেন, আমরা জুতা বা টি-শার্ট বানাতে চাই না। আমরা চাই ট্যাংক, যুদ্ধজাহাজ, কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বানাতে।

রোববার নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। তিনি জানান, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রে টেক্সটাইল শিল্প বড় আকারে প্রসারিত হওয়া জরুরি নয়। এটির সঙ্গে তিনি একমত। যদিও এ মন্তব্যের পর তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।

ট্রাম্প বলেন, টি-শার্ট বা মোজা আমরা সহজেই অন্য দেশে তৈরি করতে পারি। কিন্তু বড় জিনিস—যেমন চিপস, এআই প্রযুক্তি, ট্যাংক—এসব আমাদের নিজেদের দেশে তৈরি করতে হবে।

বিশ্ববাজারে আলোড়ন তোলা ট্রাম্প আবারও বড় পরিসরে শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন তিনি। একই সঙ্গে অ্যাপলের বিদেশি আইফোন আমদানিতেও ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছেন।

Read Entire Article