টিকটকের ওপর নিষেধাজ্ঞার আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে ব্যাপক আলোচনা। এ অবস্থায় অনেক টিকটক ব্যবহারকারী বিকল্প হিসেবে রেডনোট নামে একটি চীনা অ্যাপের দিকে ঝুঁকছেন। এরই মধ্যে অ্যাপল অ্যাপ স্টোরের ডাউনলোডের শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে রেডনোট।
বিশেষজ্ঞরা রেডনোটকে টিকটক ও ইনস্টাগ্রামের সংমিশ্রণ হিসেবে বর্ণনা করছেন। মাসিক প্রায় ৩০ কোটি ব্যবহারকারী নিয়ে জনপ্রিয় এ অ্যাপটি ম্যান্ডারিন ভাষাভাষী তরুণদের মাঝে আগে থেকেই পরিচিত। সম্প্রতি এটি যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠছে।
নিষেধাজ্ঞার কারণ
সম্প্রতি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে টিকটকের বিরুদ্ধে বিল পাস হয়েছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে প্ল্যাটফর্মটি হয় বিক্রি করতে হবে, নয়তো এটি নিষিদ্ধ করা হবে। টিকটককে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
আরও পড়ুন>>
- টিকটক নিষিদ্ধে যুক্তরাষ্ট্রে বিল পাস
- টিকটককে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা তাইওয়ানে
- টিকটকের প্রতিষ্ঠাতা এখন চীনের শীর্ষ ধনী
টিকটকের আইনজীবীরা এই পদক্ষেপকে বাকস্বাধীনতার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আদালতের শরণাপন্ন হয়েছেন। টিকটকের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব বিক্রি করতে রাজি নয়।
রেডনোটের জনপ্রিয়তা
রেডনোট অ্যাপে এখন ‘টিকটক রিফিউজি’ নামে একটি নতুন সম্প্রদায় গড়ে উঠেছে। সেখানে ব্যবহারকারীদের জন্য রেডনোটের নিয়ম-কানুন ও চীনা ভাষার প্রচলিত বাক্যাংশ শেখানো হচ্ছে।
উটাহ রাজ্যের এক ক্যান্টিন কর্মী সারাহ ফদারিংহাম বলেন, আমার কাছে লুকানোর মতো কিছু নেই। চীন যদি আমার ডেটা চায়, তারা সেটা নিতে পারে।
ফ্যাশন ডিজাইনার মার্কাস রবিনসন বলেন, রেডনোটের কমিউনিটি আমাকে উষ্ণভাবে গ্রহণ করেছে। এটা আমার ব্র্যান্ডকে আরও এগিয়ে নিয়ে যাবে।
সমালোচনা ও বিতর্ক
রেডনোটের বিরুদ্ধে চীনা সরকারের সমালোচনা সেন্সর করার অভিযোগ রয়েছে। তাইওয়ানের সরকারি কর্মকর্তাদের জন্য এটি নিষিদ্ধ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের মধ্যে এ নিয়ে তেমন উদ্বেগ দেখা যাচ্ছে না।
বিশ্লেষকরা মনে করছেন, টিকটক নিষিদ্ধ হলে রেডনোটসহ অন্যান্য অ্যাপ যুক্তরাষ্ট্রের বাজারে আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে। তবে টিকটক নিষিদ্ধ হলেও তাৎক্ষণিকভাবে এর প্রভাব দেখা যাবে না। বরং টিকটকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও রেডনোটের সম্প্রসারণ যেন নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।
সূত্র: বিবিসি বাংলা
কেএএ/