টিটু বাঙ্গালির ‘শ্বশুর বাড়ি বরিশাল’

2 days ago 13
চাঁদ রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশনের একটি নাটক ‘শ্বশুর বাড়ি বরিশাল’। এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টিটু বাঙ্গালি।  নাটকে অভিনয় নিয়ে এই অভিনেতা বলেন, ‘এই নাটকে আমি প্রধান চরিত্রে অভিনয় করেছি। কাজটি আমার ভীষণ প্রিয়। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’      টিটু বাঙ্গালি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন- প্রিয়াঙ্কা জামান, মাসুম বসার, রিনা খানসহ আরও অনেকে। এটি প্রযোজনা করেছেন নাসের আজমি পাসা এবং পরিচালনা করেছেন এসআই সোহেল।  
Read Entire Article