ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে লা লিগা ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছিল বার্সেলোনা। কিন্তু খেলা শুরুর ২০ মিনিট আগে ড্রেসিংরুমে ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা শোনালেন দুসংবাদ৷ মারা গেছেন প্রথম দলের ডাক্তার কার্লেস মিনারা গার্সিয়া। খেলোয়াড়দের মধ্যে নেমে আসে শোকের ছায়া। ক্লাব ক্যাপ্টেনরা ম্যাচটি স্থগিতের অনুরোধ জানান।
বার্সা পরে এক বিবৃতিতে জানায়, গার্সিয়ার মৃত্যুতে স্থগিত করা হয়েছে ওসাসুনা ম্যাচ।... বিস্তারিত