টিসিবির চাল নিতে যাওয়ার পথে প্রাণ গেলো দুই নারীর

1 month ago 14

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজারে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুরমান মন্ডলের স্ত্রী ছবেলা (৭০) ও নাসিরের স্ত্রী মরিয়ম (৫০)। তাদের বাড়ি ওই উপজেলার কবরবাড়িয়া গ্রামে।

মিরপুর থানার এসআই শেখ রকিবুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা ভ্যানে করে ইউনিয়ন পরিষদে টিসিবির চাল সংগ্রহ করতে যাচ্ছিলেন। এ সময় মশান বাজারে পৌঁছালে কুষ্টিয়া শহরের দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ছবেলা ও মরিয়ম গুরুতর আহত হন। ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য হাবিবুর রহমান জানান, দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

ছবেলার নাতি জীবন জানান, ভুক্তভোগীরা তিনজন সকালে টিসিবির কার্ডের মালামাল সংগ্রহ করতে মশান যান। দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। একজনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া হয়েছে।

আল-মামুন সাগর/এফএ/এএসএম

Read Entire Article