টুইটারে শেয়ারের তথ্য প্রকাশে দেরি, ইলন মাস্কের বিরুদ্ধে মামলা

4 hours ago 4

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন। ২০২২ সালে টুইটারে তার থাকা শেয়ারের বিষয়ে তথ্য প্রকাশে বেশি দেরি করায় এই মামলা করা হয়েছে। যদিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমটি কিনে নেন ইলন মাস্ক।

ওয়াশিংটন ফেডারেল আদালতে দায়ের করা একটি অভিযোগে এসইসি জানিয়েছে, মাস্ক টুইটারের সাধারণ শেয়ারের ৫ শতাংশ প্রাথমিক ক্রয় সম্পর্কিত তথ্য প্রকাশের ক্ষেত্রে ১১ দিন অপেক্ষা করে ফেডারেল সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছেন।

সিইসি এর নিয়ম অনুযায়ী বিনিয়োগকারীদের ১০ ক্যালেন্ডার দিবসের মধ্যে তথ্য প্রকাশ করতে হয়।

এসইসি জানায়, ইলন মাস্ক কৃত্রিমভাবে কম দামে ৫০০ মিলিয়ন ডলারের শেয়ার কেনেন। যার তথ্য ২৪ মার্চ ২০২২ সালে প্রকাশের কথা থাকলেও তিনি তা প্রকাশ করেন ওই বছরের ৪ এপ্রিল। তখন তার শেয়ার ৯ দশমিক ২ শতাংশে দাঁড়ায়।

এসইসি আরও জানায়, ইলন মাস্কের ওই তথ্য প্রকাশের পরই টুইটারের শেয়ারের দাম ২৭ শতাংশ বেড়ে যায়।

এরপর ২০২২ সালের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। পরবর্তীসময়ে এর নাম পরিবর্তন করে এক্স করা হয়।

সূত্র: নিক্কেই এশিয়া

এমএসএম

 

Read Entire Article