টুথপেস্ট
প্রত্যুষে উঠে আমাকেই ব্যবহার করা হয়
পরিষ্কার করি মুখ
ময়লা-আবর্জনা দূর করি দাঁতের
ফর্সা হয় কিংবা ধারালো হয়
দাঁতাল হয়েই গ্রাস করে অনেকেই
রক্ত, সাগর, পুকুর…
তারপর আমার মুখ বন্ধ করে রাখা হয়—
পরের সকালের অপেক্ষায়
পরের সকালের অপেক্ষায়
****
বিবেক
যতই থাকি বিধ্বস্ত কিংবা বিচ্ছিন্ন
যতই থাকুক চাপ
অনুভব প্রকাশ করে দিই
ছাইয়ের মতো
আমার কথায় তেতে উঠুক
সৃষ্টি হোক এক-একটি বিপ্লবী
****
বিপরীত
আমার কাছে তুমি প্রজাপতি
ডানা ভেঙে বিধ্বস্ত
সময় ও বাতাস থেকে বিচ্ছিন্ন
তুমি সুন্দর কিন্তু ছেঁড়া
পৃথিবী তোমাকে ক্ষত-বিক্ষত করেছে
এসইউ/জিকেএস