যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপসংগীত তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলস বাগদান সম্পন্ন করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সুইফট নিজেই এ সুখবরটি জানান সবাইকে।
পোস্টে তিনি মজার ছলে লেখেন, ‘তোমার ইংরেজি শিক্ষিকা আর তোমার জিম শিক্ষকের বিয়ে হচ্ছে।’ সঙ্গে ছিল কয়েকটি ছবি, যেখানে দেখা যায়, কেলস হাঁটু গেড়ে বসে সুইফটকে প্রপোজ করছেন। ছবিতে সুইফটের হাতে হীরার একটি আংটিও স্পষ্ট দেখা গেছে।
এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মাত্র চার ঘণ্টায় পোস্টটিতে লাইক পড়ে ১ কোটি ৮০ লাখের বেশি। অভিনন্দন জানান গায়িকা অ্যাভ্রিল লাভিন ও মডেল কারা ডেলেভিনের মতো তারকারা।
কেলসের দল ক্যানসাস সিটি চিফস এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে লিখেছে, ‘আজ যেন রূপকথার গল্প!’ তারা আরও জানায়, ট্রাভিস ও টেইলর, অভিনন্দন! আপনাকে আমাদের ‘চিফস কিংডম’ পরিবারে পেয়ে আমরা আনন্দিত।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘ও একজন দারুণ খেলোয়াড়, ভালো মানুষ। আর টেইলরও অসাধারণ।’
জানা গেছে, সুইফটের এনগেজমেন্ট রিংটি পুরনো ধাঁচের ‘মাইন কাট’ হীরা দিয়ে তৈরি এবং এটি ডিজাইন করেছেন ‘আর্টিফেক্স ফাইন জুয়েলারি’র কিনড্রেড লুবেক।
সুইফট ইনস্টাগ্রাম স্টোরিতে একটি হার্ট ইমোজি পোস্ট করেন, যেখানে ব্যাকগ্রাউন্ডে বাজছিল তার গান So High School, যেটি ট্রাভিস কেলসকে নিয়েই লেখা বলে মনে করছেন ভক্তরা। এ অ্যালবামেই রয়েছে The Alchemy নামের আরেকটি গান, যা কেলসকে নিয়েই রচিত বলে ধারণা করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি সুইফট তার বহুল আলোচিত Eras Tour শেষ করেছেন, যা বিশ্বব্যাপী রেকর্ড গড়েছে। আর কেলস নিয়মিতই তার কনসার্টে উপস্থিত ছিলেন। কিছুদিন আগেই ট্রাভিস কেলসের পডকাস্টে এসে সুইফট তাদের সম্পর্ক নিয়ে কিছু ব্যক্তিগত কথাও শেয়ার করেন।
সূত্র : সিএনএন