টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার

3 hours ago 4

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প থেকে অপহৃত দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ক্যাম্পের পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

তারা হলেন, টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের এইচ ব্লকের আব্দুস সালামের ছেলে মো. সাইফুল ইসলাম (১৫) ও একই ব্লকের আবেদ হোসাইনের ছেলে আব্দুল খালেক (১৭)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার বলেন, সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে অটোরিকশাচালক এক সহযোগীসহ টেকনাফের দিকে রওনা হয়। পথে ডাকাত হাসানের লোকজন তাদের অপহরণ করে নিয়ে যান। পরে ভিকটিমের পরিবারকে কল দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভিকটিমের পরিবার এপিবিএন ক্যাম্প ও থানায় এ অভিযোগ করেন।

এ ঘটনায় পুলিশের তৎপরতা ও অভিযানের মুখে অপহরণকারীরা টের পেয়ে অপহৃত দুজনকে পাহাড়ের ভিতরে রেখে পালিয়ে যায়। দুদিন পর তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাহাঙ্গীর আলম/আরএইচ/জেআইএম

Read Entire Article